Current Affairs

Current Affairs in Bengali for January 2021: Both in MCQ & PDF

প্রতিদিন বিনামূল্যে কারেন্ট অ্যাফেয়ার্স ও বিষয় ভিত্তিক GK ও Notes এর জন্যে আমাদের টেলিগ্রাম চ্যানেল ও বাংলা কুইজ App এ যুক্ত হে যান

Current Affairs in Bengali in MCQ and Pdf for January 2021: যে কোনো চাকরির পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স একটা গুরত্বপূর্ণ বিষয়. তাই আমরা সাম্প্রতিক ঘটনার কারেন্ট অ্যাফেয়ার্স ও জেনারেল নলেজ (Bengali GK) বিষয়ে গুরত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি যা পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক (WB SSC Clerk), প্রাইমারি টিচার (WB Primary Teacher), টেট (TET), ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি (WBCS Preliminary), মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা (Msc. Service Exam), কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি (SSC- CHSL) ও গ্র্যাজুয়েট লেভেল (SSC-CGL) গ্রূপ –ডি (Group – D), রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল (WB Police Constable) পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় (Competitive Exam) আসার সম্ভাবনা রয়েছে.

Current Affairs in Bengali

1. সাহিত্য গৌরব সম্মান 2021 সালে কে লাভ করলেন ?

(a) শশী থারুর

(b) জয়রাম রমেশ

(c) রমেশ পোখরিয়াল নিশাঙ্ক

(d) অমিত আহুযা

Correct Answer:- (d) অমিত আহুযা

2. হাওড়া কালকা মেল এর নতুন নামকরণ কি হলো ?

(a) নেতাজি এক্সপ্রেস

(b) সুভাষ এক্সপ্রেস

(c) মহাত্মা এক্সপ্রেস

(d) গান্ধী এক্সপ্রেস

Correct Answer:- (a) নেতাজি এক্সপ্রেস

3. ভারতীয় রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কে নিযুক্ত ?

(a) বিনোদ যাদব

(b) সুনিত শর্মা

(c) তুষার মেহেতা

(d) অরবিন্দ কৃষ্ণা

Correct Answer:- (c) তুষার মেহেতা

4. আইসিসির দশক সেরা পুরুষকে ক্রিকেটার কে হলেন?

(a) মহেন্দ্র সিং ধোনি

(b) বিরাট কোহলি

(c) স্টিভ স্মিথ

(d) কেন উইলিয়ামস

Correct Answer:- (b) বিরাট কোহলি

5. আইসিসির দশক সেরা‌ মহিলা ক্রিকেটার হলেন ?

(a) স্মৃতি মান্ধানা

(b) ঝুলন গোস্বামী

(c) ক্যাথরিন ব্রাইস

(d) এলিস পেরি

Correct Answer:- (d) এলিস পেরি

6. ভারত এই প্রথম কোন দেশকে সাবমেরিন উপহার দিল ?

(a) মালদ্বীপ

(b) মায়ানমার

(c) ইন্দোনেশিয়া

(d) কম্বোডিয়া

Correct Answer:- (b) মায়ানমার

7. সম্প্রতি জাতীয় ভোটার দিবস কত তারিখে পালন করা হলো ?

(a) 22 জানুয়ারি

(b) 24 জানুয়ারি

(c) 25 জনুয়ারি

(d) 27 জনুয়ারি

Correct Answer:- (c) 25 জনুয়ারি

8. বেঙ্গালুরুতে বিদ্যুৎ বিতরণে উন্নতি করতে কোন সংস্থা 100 মিলিয়ন ডলার সরবরাহ করবে?

(a) AIIB

(b) World Bank

(c) ADB

(d) IMF

Correct Answer:- (c) ADB

9. কোন কমিটি National Common Mobility Card (NCMC) টি সুপারিশ করেছেন?

(a) রঘুরাম রাজন

(b) উর্জিত পাতেল

(c) নন্দন নিলেকানি

(d) মাইকেল পাত্র

Correct Answer:- (c) নন্দন নিলেকানি

10. উত্তর-পূর্ব ভারতের প্রথম খেলো ইন্ডিয়া স্পোর্টস স্কুল কোন শহরে অবস্থিত?

(a) শিলং

(b) ইম্ফল

(c) গুয়াহাটি

(d) গ্যাংটক

Correct Answer:- (a) শিলং

Note: জানুয়ারি মাসের (January 2021) মাসের 50 টি গুরত্বপূর্ণ Current Affairs থেকে এখানে 10 টি দেওয়া হোল. বাকি 40 টি Current Affairs এর জন্যে আমাদের Telegram চ্যানেল-এ Join করুন. Click here to Join

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button